নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট পর্যন্ত থাকে জেনে নিন

নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট

নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট তা আমাদের জেনে রাখা উচিত। কারণ আমরা নামাজ পড়ি মহান আল্লাহ কে খুশি করার জন্য। মূলত তার ইবাদত ওই আমাদের জন্য মূখ্য বিষয়। কিন্তু এমন কিছু সময় আছে যেই সময় এ আমরা নামাজ আদায় করলে মহান আল্লাহ তায়ালা অসন্তোস্ট হন। তাই এই সময় এ মহান আল্লাহ তার ইবাদত করার জন্য নিষেধ করেছেন। আজকের কন্টেন্ট এ আমরা সকলে জানবো যে নামাজের নিষিদ্ধ সময় কখন এবং সময় কত মিনিট থাকে। 

নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট

নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট তা নির্ভর করে স্থান, কাল, এবং সময় ভেদে। এই সময় পরিবর্তনযোগ্য। আমরা সকলেই জানি বিশেষ কিছু সময় এর জন্য নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে। এই সময় গুলো সূর্যোদয়, সূর্যাস্ত এবং মাঝামাঝি সময় এ। নিচে আমরা নামাজের নিষিদ্ধ সময় নিয়ে আলোচনা করেছি। 

নামাজের নিষিদ্ধ সময় কয়টি

নামাজের নিষিদ্ধ সময় ৩ টি। এইগুলো হলোঃ

  1. সূর্যোদয় এর সময়ঃ যখন সূর্য উঠা শুরু হয় তখন এই সময় নামাজ না পড়ার নির্দেশ রয়েছে। এর সময়কাল সূর্য উঠার পর থেকে লাল আভা এবং হলুদ আভা না যাওয়া পর্যন্ত। 
  2. সূর্য যখন ঠিক মাথার উপর থাকেঃ এটা এই সময় যখন সূর্য ঠিক আমাদের মাথার উপর থাকে। এই সময় এ নামাজ না পড়ার নির্দশ রয়েছে। 
  3. সূর্যাস্তের সময়ঃ সূর্য যখন ডুবতে শুরু করে তখন থেকে সূর্য ডুবা পর্যন্ত এই সময় নামাজ পড়া যাবেনা। 
নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট

ফজরের নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট

আমরা সকলেই জানি সূর্য উঠার আগেই ফজর এর নামাজ পড়তে হয়। এই নামাজ ৪ রাকাত। তবে অনেকেই ভুল করে সূর্য উঠার সাথে সাথে নামাজ পড়া শুরু করে দেয়। অনেক ইসলামি বিশেষজ্ঞগণ বলেন যখন সূর্য উঠা শুরু হয় এই সময়টি স্থান, কাল, এবং ইসলামিক ক্যালেন্ডারভেদে ১৫-৩০ মিনুতে পর্যন্ত হয়ে থাকে। এই সময় এ আপনি নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে। আপনি এটি নিয়ে আরো ভালেভাবে জানার জন্য স্থানীয় আলেম বা ইমাম এর সাথে যোগাযোগ করতে পারেন। 

আরোও পড়ুনঃ ইশরাকের নামাজ পড়ার ফজিলত

মাগরিবের নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট

মাগরিব এর নামাজ সাধারনত সূর্য অস্ত যাওয়ার পর পড়া হয়। তবে অনেকেই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে নামাজ পড়া শুরু করে দেয়। আর এই সময় নামাজ পড়লে গুনাহ হয় এবং নামাজ কবুল হবেনা। তাই মাগরিবের নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট তা আমাদের জেনে রাখা উচিত। মূলত সূর্য যখন ডুবা শুরু হয় তার লাল আভা শেষ না হওয়া পর্যন্ত নামাজ আদায় থেকে বিরত থাকতে হয়। এই সময় ১৫-৩০ মিনিট পর্যন্ত হয়ে থাকে। তবে স্থান এবং কাল্ভেদে এটি পরিবর্তনযোগ্য। 

যোহরের নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট

সূর্য যখন ঠিক মাথার উপর থাকে তখন নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে। এই সময় এ নামাজ পড়া হারাম। এই সময় ১১ঃ৩০ থেকে ১২ঃ৩০ পর্যন্ত। তবে এই সময় নির্ধারিত নয়। সময় ভেদে এটি  পরিবর্তন হয়। তাই এর সঠিক সময় জানতে হলে আপনাকে ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করতে হবে। 

আরোও পড়ুনঃ সালাতুল হাজত নামাজের নিয়ম ও ফজিলত

নামাজের নিষিদ্ধ সময় কেন করা হয়েছে

নামাজের নিষিদ্ধ সময় হওয়ার কয়েকটি কারণ রয়েছে। আমরা সকলে জানি তিন সময় নামাজ পড়া হারাম। তার কারনগুলো হলোঃ 

  • যখন সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় তখন শয়তান তার ২ শিং সহ আহবান করে তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা শুধু মহান আল্লাহ এর ইবাদত করবো। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আমরা কখনোই তার ইবাদত করতে পারিনা বা তার আদেশ মেনে চলতে পারিনা। তাই এই সময় এ নামাজ আদায় করা নিশিদ্ধ।
  • যখন সূর্য ঠিক আমাদের মাথার উপরে থাকে তখন এই সময় নামাজ পড়া নিষিদ্ধ। কারণ এই সময়ে জাহান্নামকে আরো উত্তপ্ত করা হয় আর আমাদের এই সময় এ অনেক কস্ট হয়। যার কারণে এই সময় নামাজ পড়া হারাম। 

নামাজের নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে কি হয়

এই সময়ে মহান আল্লাহ এবং তার রাসূল নামাজ আদায় করার জন্য নিষেধ করেছেন। এর কারণ হাদিসে বর্নীত রয়েছে। আমরা সকলেই জানি মহান আল্লাহ এবং তার রাসূল এর কথা মানা আমাদের জন্য ইবাদত। যেহেতু তিনি নিষেধ করেছেন তাই নিষেধ মানাটাই আমাদের জন্য নিষেধ। আমরা যদি এই সময়ে নামাজ পড়ি তাহলে মহান আল্লাহ অসন্তোস্ট হবেন এবং আমাদের গুনাহ হবে। তাই এই সময় নামাজ পড়া থেকে আমাদের বিরত থাকা উচিত। 

উপসংহার

নামাজের নিষিদ্ধ সময় কত মিনিট– তা আমরা এই কন্টেন্ট এ বিস্তারিত আলোচনা করেছি। এই সময় গুলো বিভিন্ন কারণে এবং অঞ্ছলভেদে পরিবর্তন হয়। আমরা সকলেই এই সময় সম্পর্কে অবগত থাকার চেস্টা করবো এবং এই সময় সালাত আদায় থেকে বিরত থাকবো। মহান আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করার এবং তার নিয়মকানুন এবং আদেশ-নিষেধ মেনে চলার তাওফিক দান করেন। আমিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *