জানাজার নামাজের নিয়ম হানাফি মতবাদে কিভাবে পড়া হয় 

জানাজার নামাজের নিয়ম হানাফি

জানাজার নামাজের নিয়ম হানাফি মোতাবেক আদায় করা যায়। জানাজার নামাজ এর মাধ্যমে একজন মৃত ব্যাক্তির ইহকালের কার্যক্রম সমাপ্তি হয় এবং তাকে কবরে সমাহিত হয়। প্রত্যাক মোসলমানদের জন্য এই নামাজ হলো ফরজে কেফায়ার নামাজ। কোনো ব্যাক্তি মারা গেলে ইসলামি মোতাবেক অনুযায়ি দাফন করতে হয়। আজকের কন্টেন্ট এ আমরা জানাজার নামাজের নিয়ম হানাফি মতানুসারে এবং এর দোয়া, নিয়ত এবং আরোও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। তাই পূরো কন্টেন্টি পড়ার অনুরোধ রইলো। 

জানাজার নামাজ কি? 

জানাজার নামাজ হলো একটি বিশেষ নামাজ যা কোনো মুসলিম মারা গেলে ত্যার জন্য আদায় করা হয়। এটি ফরজে কেফায়া এবং মৃত ব্যাক্তির জন্য বাধ্যতামুলক পড়তে হয়। এটি মূলত একটি বিশেষ দোয়ার নামাজ যা মৃত ব্যাক্তির জন্য বিশেষভাবে পাঠ করা হয়। 

জানাজার নামাজ কেনো পড়া হয়?

এই নামাজ মৃত ব্যাক্তির জন্য এক বিশেষ নামাজ যেটির মাধ্যমে মহান আল্লাহ এর কাছে তার রুহ এর মাগফেরাত এর জন্য পড়া হয়। এই নামাজ এর মাধ্যমে মৃত ব্যাক্তির জন্য মহান আল্লাহ এর কাছে তার জন্য কবরের আযাব মাফ চাওয়া হয় এবং থাকে জান্নাত দেওয়ার জন্য প্রার্থনা করা হয়। এটি মুসলিম সমাজের খুবই গুরুতপুর্ণ এবং মৃত ব্যাক্তির জন্য গৌরবময়। সব মুসলমানরা তাকে ইহকাল থেকে আনুষ্টানিক ভাবে বিদায় জানানোর জন্য এবং তার জন্য দোয়া করে। 

জানাজার নামাজের নিয়ম হানাফি

জানাজার নামাজের উত্তপত্তি কখন হয়েছিলো?

জানাজার নামাজ ইসলাম ধর্মের একটি প্রধান আমল হিসেবে বিবেচিত হয়। মৃত্যু একটি নিশ্চিত সত্য এবং এটি সর্বপ্রথম ১৪০০ বছর আগে মহানবী (সঃ) এর জীবদ্দশায় প্রথমবার চালু হয়েছিলো। জানা যায় জাফর ইবনে আবু তালেব নামে এক সাহাবী মক্কায় মারা গিয়েছিলেন এবং তখন রাসুল (সঃ) তার জানাজা নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং তিনি সবাইকে নিয়ে জানাজার নামাজ আদায় করেছিলেন। এর পর থেকে কোনো মুসলমান মারা গেলে তার জন্য জানাজার নামাজ পড়া হয়। নিচে জানাজার নামাজের নিয়ম হানাফি মতবাদ নিয়ে আলোচনা করবো। 

আরোও পড়ুনঃ উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া

জানাজার নামাজের নিয়ম হানাফি মতবাদে

জানাজার নামাজের নিয়ম হানাফি  মতবাদে নিয়ে আমরা সকলে আলোচনা করবো। অনেক বড় বড় ইসলামিক গবেষকগণ জানাজার নামাজ নিয়ে অনেক নিয়ম বলে গিয়েছেন। জানাজার নামাজের নিয়ম হানাফি মাসায়েল নিম্নরুপঃ 

  1. প্রথমে নিয়ত করতে হবে।
  2. ইমাম তাকবির দিবেন “আল্লাহ আকবর” বলে।
  3. পরে ইমাম সানা এবং সূরা ফাতেহা পাঠ করবেন।
  4. পরে আবার তাকবির দিবেন
  5. দরুদে ইব্রাহিম পাঠ করবেন
  6. আবার তাকবির দেওয়ার পর জানাজার দোয়া পাঠ করবেন। এবং দোয়া শেষে সালাম ফিরাবেন।
  7. এবং জানাজার নামাজ শেষ করবেন। 

জানাজার নামাজের নিয়ম হানাফি মতবাদে উপরে উল্লিখিত নিয়মে পড়া যায়। তবে আপনি এই নিয়ম এ যে পড়তে হব তা কিন্তু না। এটা শুদুমাত্ত্র একটি নিয়ম। আপনি চাইলে অন্য নিয়মে পড়তে পারেন।

জানাজার নামাজের নিয়ম হানাফি

 

জানাজার নামাজের নিয়ত

জানাজার নামাজের নিয়ত অনেক গুরুত্তপূর্ন এই নামাজ আদায় করার জন্য। এটার নিয়ত বাংলা এবং আরবি তে পড়া জায়। 

জানাজার নামাজের আরবি নিয়তঃ

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِنَا وَدُنْيَانَا وَأَهْلِنَا وَمَالِنَا، اللَّهُمَّ    اسْتُرْ عَوْرَاتِنَا وَآمِنْ رَوْعَاتِنَا، اللَّهُمَّ احْفَظْنَا مِنْ بَيْنِ أَيْدِينَا وَمِنْ خَلْفِنَا وَعَنْ أَيْمَانِنَا وَعَنْ شِمَالِنَا وَمِنْ فَوْقِنَا، وَنَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ نُغْتَالَ مِنْ تَحْتِنَا. اللَّهُمَّ فَاجْعَلْ مَا أَصَابَنَا خَيْرًا لَّنَا، وَاجْعَلْ مَا أَخَذْتَ مِنَّا مَغْفِرَةً وَرَحْمَةً وَعَافِيَةً لَّنَا، وَاجْعَلْنَا لِلَّهِ رَّافِعِينَ، وَلَا تَجْعَلْ مِنَ الْقَانِطِينَ. اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مَدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّن دَارِهِ

বাংলা নিয়তঃ আমি এই বালেগ ( পুরুষ, মহিলা) ফরজে কেফায়া জানাজার নামাজ ৪ তাকবির এর সহিত কিবলামুখী হয়ে ইমাম সাহেব এর পিছনে পড়ার জন্য নিয়ত করতেছি।”

আপনি এই নিয়ত পড়ার পর আল্লাহ আকবর বলে হাত বাধতে হবে এবং মনে মনে সানা পাঠ করবেন। 

জানাজার নামাজের আরবি নিয়ত টি অনেক কঠিন এবং এটি পাঠ করা অনেকটাই জটিল। তাই আপনি বাংলাতে নিয়ত করাটা ভালো হবে। 

জানাজার নামাজের আরবি দোয়া

জানাজার নামাজের আরবি দোয়া হলঃ

اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيرِنَا وَكَبِيرِنَا وَذَكَرِنَا وَأُنْثَانَا، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تُضِلَّنَا بَعْدَهُ.

উচ্চারনঃ আল্লাহুম্মাগফির লিহায়্যিনা ওমায়্যিতিনা ওশাহিদিনা ওগাইবিনা ওছাগীরিনা ওকাবীরিনা ওসাকিরিনা ওউন্সানা। আল্লাহুম্মা মান আহ্যাইতাহু মিন্না ফা আহ্যীহি আলাল ইসলামি। ওমান তাওফা ইতাহু মিন্না ফা তাওফাহু আলাল ইমানি। আল্লাহুম্মা লা তাহরিম না আজরহু ওলা তুল্লা না বাদাহু।

অর্থঃ হে আল্লাহ আমাদের জীবিত,মৃত, উপস্থিত, অনুপস্থিত, ছোট,বড়, সবাইকে ক্ষমা করে দেন। যারা বেচে আছে তাদের কে ইসলামের পথে রাখেন এবং যারা মৃত্যবরণ করেছেন তাদের কে ক্ষমা করে দেন। 

জানাজার নামাজ না পড়লে কি হবে?

অনেক ভাই বলে থাকেন যে নামাজের নামাজ না পড়লে কি হবে। আসলে জানাজার নামাজ না পড়লে এমন কোনো গুনাহ হবে তা নিয়ে কোনো হাদিস নেই। এটি বিশেষ একটি ইবাদত যা কোনো মুসলিম মারা গেলে তার জন্য পড়া হয় এবং তার জন্য দোয়া করা হয়। জানাজার নামাজ পড়তে পারলে অনেক সওয়াব হয়। মহান আল্লাহ তায়ালা খুশি হন। আপনি যদি জানাজার নামাজ না পড়তে পারেন তাহলে আপনি মারা যাওয়া ব্যাক্তির জন্য দোয়া করতে পারেন যাতে মহান আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দেন এবং জান্নাত দান করেন। 

উপসংহার

জানাজার নামাজের নিয়ম হানাফি মতবাদে পড়েন বা যেকোনো নিয়ম এ পড়েন এটা মূখ্য বিষয় না। আপনি যেকোনো নিয়মে এই নামাজ আদায় করতে পারবেন। এই নামাজ পড়ার মাধ্যমে মৃত এবং জীবিত সবার জন্য দোয়া করা হয়। আমরা সকলেই জানি আমাদের একদিন মৃত্যু হবে। আমাদের মুসলিম সমাজে কেও মারা গেলে তার জন্য জানাজা ফরজে কেফায়া হয়ে যায়। আমরা চেস্টা করবো কেও যদি মারা যায় তাহলে তার জন্য জানাজার নামাজ পড়ার এবং তার জন্য দোয়া করবো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *