প্রতিটি ছাত্রছাত্রীদের গুরুত্তপুর্ন দিন হলো তাদের পরিক্ষার দিন। তাদের সারা বছরের পরিশ্রম এবং তার ফলাফল পরিক্ষার মাধ্যমে নেওয়া হয়। তাই তাদের পরিক্ষায় ভালো ফলাফল করা জরুরি। এর জন্য পরীক্ষায় ভালো করার দোয়া রয়েছে। এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করলে তার জন্য পরিক্ষা সহজ হয়। আজকের এই কন্টেন্ট আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করবো এবং কিভাবে পরীক্ষায় ভালো করার দোয়া করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই দয়া করে পুরো কন্টেন্টটি ভালভাবে পড়ার অনুরোধ রইলো।
পরীক্ষায় ভালো করার ৫টি দোয়া
পরিক্ষায় ভালো করার জন্য বিভিন্ন ধরনের দোয়া রয়েছে। আমরা সকলেই জানি পরিক্ষা সবার জন্য অনেক গুরুত্তপূর্ন। নিচে পরিক্ষায় ভালো করার জন্য ৫টি দোয়া দেওয়া হলোঃ
1: উচ্চারনঃ আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইঁ ইয়াসিরা
অর্থঃ হে আল্লাহ, আপনি আমার হিসাব ( পরিক্ষা) সহজ করে দেন।
উপরের দোয়াটি অনেক পরিক্ষিত। আল্লাহর রাসুল (সঃ) এই দোয়া বিপদের সময় পড়তেন। আপনি যদি শিক্ষার্থী হন তাহলে এই দোয়া মুখস্ত রাখতে পারেন। যখন আপনি পরিক্ষার হলে প্রবেশ করবেন তখন এটি বেশি বেশি পড়বেন। ইনসাল্লাহ মহান আল্লাহ আপনার পরিক্ষা সহজ করে দিবেন।
2: উচ্চারনঃ রাব্বি জীদনি ইলমা।
অর্থঃ হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন।
পরীক্ষায় ভালো করার দোয়া গুলোর মধ্যে এই দোয়া অন্যতম। এটি অনেক কার্যকরী। এই দোয়াটি পড়লে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং আপনি যাই পড়বেন তাই আপনার মনে থাকবে। আপনার পোরাগুলো যদি মনে থাকে তাহলে আপনি অনেক ভালো পরিক্ষা দিতে পারবেন। আর পরিক্ষা ভালোভাবে দিতে পারলে আপনার ভালো ফলাফল করার সম্ভাবনা বেড়ে যায়। তাই পরিক্ষায় যাওয়ার পুর্বে এই দোয়া বেশি বেশি পড়তে পারবেন।
আরোও পড়ুনঃ রাব্বি জিদনি ইলমা পড়লে কি হয় এবং পড়ার নিয়ম কি?
3: দরুদে ইব্রাহিম
দরুদে ইব্রাহিম অনেক কার্যকরী একটি দরুদ। এটি ফজিলত অনেক রয়েছে। যেকোনো অবস্তাতেই যদি এটি পাঠ করেন আপনার জন্য অনেক ভালো। আপনি চাইলে পরিক্ষা যাও্যার পুর্বে কয়েকবার এটি পাঠ করতে পারবেন। এতে আপনার পরিক্ষা সহজ হওয়ার চান্স বেড়ে যায়।
4: সুরা ফাতেহা
সুরা ফাতেহা পাঠ করা পরিক্ষার্থীদের জন্য অনেক ভালো। এটি কোরআন মাজিদ এর প্রথম সুরা এবং এটির ফজিলত অনেক বেশি। এই সুরার মধ্যে মহান আল্লাহ তায়ালার মহিমা বর্ণ্না করা হয়েছে। আপ্নি যদি মহান আল্লাহ তায়ালাকে খুশি করতে পারেন তাহলে মহান আল্লাহ আপনার পরিক্ষা অনেক সহজ করে দিবেন। তাই মহান আল্লাহ কে খুশি করার জন্য আপনি চাইলে সুরা ফাতিহা পাঠ করতে পারবেন।
5: উচ্চারনঃ হাসবুনাল্লাহ ওয়া নি’মাল ওয়াকিল
আরোও পড়ুনঃ হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল তাসবিহ এর পাচটি গুরুত্বপূর্ণ ফজিলত
অর্থঃ আমার জন্য আল্লাহ যথেস্ট।
পরীক্ষায় ভালো করার দোয়ার মধ্যে এটিও অনেক ভালো দোয়া। যে মহান আল্লাহ এর উপর ভরসা করে তার সকল দায়িত্ত মহান আল্লাহ তায়ালা নিয়ে নেন। আনি যদি মহান আলাহ তায়ালার উপর ভরসা করে পরিক্ষায় যান তাহলে মহান আল্লাহ আপনার পরিক্ষা কে সহজ এবং সুন্দর করে দিবেন। এই দোয়া প্রিয়নবী ( সঃ) পাঠ করেছেন। তাই এই দোয়ার ফজিলত অনেক বেশি। এটি পাঠ করে মহান আল্লাহ এর কাছে দোয়া করলে তিনি আপনার দোয়া কবুল করবেন। তাই আপনি যদি পরিক্ষার্থী হন তাহলে এটি বেশি বেশি পাঠ করেন এবং মহান আল্লাহ এর কাছে দোয়া করতে পারেন।
পরীক্ষায় ভালো করার দোয়া কিভাবে পড়বো?
আপনি যদি উপরে উল্লিখিত দোয়াগুলো জানেন তাহলে ভালো আর না জানলে মুখস্ত করার চেস্টা করবেন। আপনি বিভিন্নভাবে এই দোয়াগুলো করতে পারেন এবং এর কোনো ধরাবাধা নিয়ম নেই। মহান আল্লাহ চাইলে আপনি পরিক্ষায় ভালোভাবে পড়লে আপনার ফলাফল ভালো আসবে। নিচে কয়েকটি সাধারন নিয়ম দেওয়া হলোঃ
১ঃ পরিক্ষায় যাওয়ার পুর্বে আপনি দোয়াগুলো পড়তে পারবেন।
২ঃ বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন।
৩ঃ দরুদে ইব্রাহিম পড়বেন।
৪ঃ রাব্বি জীদনি ইলমা বেশি বেশি পড়বেন।

পরিক্ষার আগের রাতে পরিক্ষার্থীদের করণীয়
পরিক্ষার আগের রাতে পরিক্ষার্থীদের সব থেকে ব্যাস্ততম রাত থাকে। তারা বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় এবং হতাশায় ভুগে। যার কারনে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়ে। মানসিকভাবে ভেঙ্গে পড়ার কারনে তাদের পরিক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিচে কিছু নিয়ম অনুসরণ করা উচিত পরিক্ষার্থীদের এবং বেশি বেশি পরীক্ষায় ভালো করার দোয়া করা উচিত। নিয়মগুলো হলোঃ
- কখনোই দুশ্চিন্তা করা যাবেনা। সব সময় নিজেকে হাসি খুশি রাখতে হবে।
- পরিক্ষার আগের রাতে কখনোই বেশি রাত জেগে পড়া যাবেনা।
- উপরিউক্ত পরীক্ষায় ভালো করার দোয়া গুলো বেশি বেশি পড়বেন।
- মহান আল্লাহ এর কাছে বেশি বেশি প্রার্থনা করা।
- রাত ১১ টার আগে ঘুমিয়ে যাবেন।
- ফজর এর নামাজ পড়ার পড় পড়াগুলো রিভিশন দিবেন।
- পরিক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিক্ষার আগের রাত্রে গুছিয়ে রাখবেন।
- পর্যাপ্ত ঘুমাতে হবে।
- প্রয়োজনে পুস্টিকর খাবার খেতে হবে।
- পরিক্ষায় যাওয়ার সব রকমের প্রস্তুতি নিয়ে গুমাতে হবে।
পরীক্ষায় ভালো করার দোয়ার পাশা[পাশি কি কি করা উচিত
মহান আল্লাহ চাইলেই আপনি পরিক্ষায় ভালো করতে পারবেন। তাই পরীক্ষায় ভালো করার দোয়া করে মহান আল্লাহ এর কাছে প্রার্থনা করতে হবে। তবে শুধু দোয়া করলে যে হবে তা কিন্তু না। আপনি শুধু দোয়া করলে কিন্তু আর কিছু করলে না এইভাবে ভালো করতে পারবেন না। আপনাকে সব রকমের পরিক্ষার প্রস্তুতি নিয়ে মহান আল্লাহ এর কাছে দোয়া করতে হবে। আপনার প্রয়োজনীয় সব ধরনের পড়াগুলো ভালোভাবে শেষ করতে হবে। কারণ আপনার প্রস্তুতি আপনার ভালো ফলাফলের মূখ্য বিষয়। যে বিষয় এ পরিক্ষা দিবেন সেই বিষয় এর উপর ভালোভাবে পড়ালেখা করবে। প্রয়োজনে গাইড এবং শিক্ষক এর সাহায্য নিবেন। যে বিষয় গুলো পরিক্ষায় আসতে সেগুলোর উপর বেশি ফোকাস করবেন। আপনার পরিক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবেন। ইনসাল্লাহ ভালো ফলাফল করবেন।
পরিক্ষার দিন কি কি করবেন?
প্রতি পরিক্ষার দিন ছাত্রছাত্রীদের জন্য অনেক গুরুত্তপুর্ন। এইদিন তাদের মেধার প্রকাশ করার দিন। একজন ছাত্রছাত্রীদের ভালো নাকি খারাপ তা পরিক্ষার মাধ্যমে যাচাই করা যায়। পরিক্ষার দিন তাদের জন্য কিছু নিয়ম নিচে দেওয়া হলোঃ
- প্রয়োজনীয় সব জিনিসপত্র ভালোভাভে যাচাই করে হলে প্রবেশ করতে হবে।
- মহান আল্লাহ এর উপর পূরো ভরসা করতে হবে।
- দুশ্চিন্তামুক্ত থাকতে হবে।
- পরীক্ষায় ভালো করার দোয়া করতে হবে।
- বেশি ইস্তিগফার পড়ার চেস্টা করবেন।
- মনে মনে পড়ে আসা বিষয়গুলো মনে করার চেস্টা করতে হবে।
- প্রশ্নপত্ত্র হাতে পাওয়ার পর কয়েকবার রাব্বি জীদনি ইলমা পড়া ভালো।
- বিসমিল্লাহ বলে লেখা শুরু করতে হবে।
- বিষয়গুলো ভালোভাবে উপস্তাপন করার চেস্টা করতে হবে এবং
- নিজের উপর আত্তবিসসাস রাখতে হবে ইত্যাদি।
উপসংহার
পরিক্ষা অনেক গুরুত্তপুর্ন সবার জীবনে। এই দিন এর মাধ্যমে অনেকের মধ্যে মেধার বিকাশ ঘটে। এই দিন সকলেই তার সারাবছরের কস্ট কি রকম করেছে বা কি কি শিখছে তা বুঝতে পারে। তাই এই দিনের জন্য বিশেষভাবে প্রস্তুতি নেওয়া অনেক ভালো। এই দিনে ভালো করার জন্য মহান আল্লাহ এর কাছে দোয়া করতে হবে। কারণ তিনি না চাইলে আপনি পরিক্ষায় ভালো ফলাফল করতে পারবেন না। তাই সকলের উচিত পরীক্ষায় ভালো করার দোয়া বেশি বেশি পড়া। ধন্যবাদ সবাইকে।