জেনে নিন মনের আশা পূরণের দোয়া ও আমল কিভাবে করবেন

মনের আশা পূরণের দোয়া ও আমল

মনের আশা পূরণের দোয়া ও আমল গুলো আমাদের সকলের ভালোভাবে শিখে রাখা উচিত। কারন এক মহান আল্লাহ ছাড়া আর কেও আমাদের মনের আশা পূরণ করতে পারবেনা। আমাদের জীবনের সব ধরনের চাওয়া একমাত্র তার কাছেই চাইতে হবে। পৃথিবীর সবার দোয়ার থেকে খালি হাতে ফিরলে ও মহান আল্লাহ আপনাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। কারন তিনি অসীম দয়ালু এবং ক্ষমার ভান্ডার। আজকে আমরা মনের আশা পূরণের দোয়া ও আমল নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই দয়া করে পূরো কন্টেন্টটি ভালোভাবে পড়ার অনুরোধ রইলো। 

মনের আশা পূরণের দোয়া ও আমল

মনের আশা পূরণের দোয়া ও আমলটি কি এবং কিভাবে পড়বো? 

মনের আশা পূরণের দোয়া ও আমলটি কে অনেকে ইসমে আজম ও বলেন। ইসমে আজম মানে হলো নিজের মনের আশা পূরণ করার জন্য মহান আল্লাহ এর বিশেষ নাম ধরে ডেকে তার কাছে চাওয়া। মহান আল্লাহ আমাদের এক্মাত্ত্র বিপদের সঙ্গী এবং সবথেকে কাছের বন্ধু। তিনিই আমাদের মালিক এবং পালনকর্তা। তিনি ছাড়া আমাদের কাছে আমাদের আর কোনো ইলাহ নেই। তাই আমাদের যা চাওয়ার তার কাছেই চাইতে হবে। এটি নিয়ে হাদিসে বিভিন্ন ভাবে বর্নিত হয়েছে। হাদিসে বর্নীত দোয়া গুলোর মধ্যে নিচের এই দোয়াটি অনেক ভালো এবং অনেক সাবলীল। দোয়াটি হলোঃ 

اللهما إنني مثل ألوكا ، بياني أشادو أناكا أنطا الله ، لا إله إلا أنغتال أحدوس صمد ، ألجي لم يولد ولام يولاد ولام يا كلكو كفوان أحد

উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নী আস আলুকা, বিআন্নী আশহাদু আন্নাকা আংতাল্লাহ, লা-ইলাহা ইল্লা আংতাল আ’হাদুস সামাদ, আল্লাজী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহূ কুফুওয়ান আ’হাদ

অর্থঃ হে আল্লাহ। আমি আপনার নিকট প্রার্থনা করছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনিই আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নেই। আপনি একক এবং অমুখাপেক্ষী। যিনি কাওকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম  নেননি এবং তার সমকক্ষ কেউ নেই। 

(আবু দাউদ) 

আরোও পড়ুনঃ জেনে নিন জুমার দিনের শ্রেষ্ঠ আমল এর মধ্যে অন্যতম ১১টি আমল 

উপরের দোয়াটি অনেক উপকারি এবং পরিক্ষিত একটি আমল। মহানবী (সঃ) বলেছেন কেউ যদি উপরের দোয়াটি খুব নম্রভাবে এবং সাবলীলভাবে পড়ে এবং তার মনের আশা মহান আল্লাহ এর কাছে চায় তাহলে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। আপনি এই দোয়াটি যেকোনো সময় পাঠ করতে পারবেন। আপনি চাইলে ফরজ নামাজ এর পরে অথবা দিনে বা রাত্তে যেকোনো সময় পড়তে পারেন। তবে পড়ার সময় মনে মনে আশা পোষন করবেন যে মহান আল্লাহ তায়ালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এবং দোয়া কবুল নিয়ে মনের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। 

কেনো আমরা মনের আশা পূরণের দোয়া ও আমল টি করবো? 

আমরা সকলেই জানি এই পৃথিবী কারো জন্য সহজ নয়। আপনি চাইলেই অনেক কিছু করতে পারবেন না। আমরা মাঝে মাঝে এমন আশা করি যা আমাদের কল্পনার বাহিরে। অথবা মাঝে মাঝে আমরা এমন সমস্যায় পড়ে যাই প্রায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। তখন মহান আল্লাহ ছাড়া আর কেই আমাদের সাহায্য করার মতো থাকেনা। তিনিই একমাএ যে আমাদের এইরকম অবস্তা থেকে বাচাতে পারে। তখন আমরা উপরে উল্লিখিত দোয়াটি পড়বো এবং মহান আল্লাহ এর কাছে আশ্রয় চাইবো। একটা কথা মনে রাখবেন মানুষ যা পারেনা মহান আল্লাহ তা পারেন। তিনিই আমাদের মনের আশা পূরন করার জন্য যথেস্ট। আমাদের জীবনে অনেক কিছু চাওয়ার থাকে। আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে চাই। এমন কাজ রয়েছে যেগুলো আমরা চেস্টা করেও পাবোনা। এইরকম কঠিন অর্জন পাইতে চাইলে মহান আল্লাহ এর কাছে দোয়া করতে হবে। এইজন্য আমরা মনের আশা পূরণের দোয়া ও আমল টি করবো।

এই আমল করার কিছু নিয়ম

এই আমল করার তেমন কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনি যখন ইচ্ছা তখন পড়তে পারেন এবং যতবার ইচ্ছা ততোবার পড়তে পারেন। তবে এই আমল এর সাথে কিছু নিয়ম অনুসরণ করলে অনেক ভালো। নিয়মগুলো হলোঃ 

  1. আপনি এই দোয়া পড়ার আগে কয়েকবার ইস্তিগফার করতে পারেন। 
  2. বেশি বেশি করে দরুদ পাঠ করতে পারবেন।
  3. চাইলে কোরআন শরিফ এর কিছু ফজিলতপুর্ন সূরা পাঠ করতে পারেন এবং 
  4. এই দোয়া কয়েকবার পাঠ করে মহান আল্লাহ এর কাছে আপনার মনের আশা পূরন করতে পারেন। 

আপনি যখন এই দোয়া পাথ করবেন আপনি আশাবাদী থাকবেন যে মহান আল্লাহ আপনার ইচ্চা গুলো অবশ্যই পূরন করবেন। 

আরও পড়ুনঃ জেনে নিন কিভাবে আল্লাহ এর কাছে যিনা মাফের দোয়া করতে হয়

উপসংহার

মনের আশা পূরণের দোয়া ও আমল নিয়ে আমরা পুরো কন্টেন্টটি সাজিয়েছি। আপনি চাইলে উপরের বিষয় গুলো ভালভাবে শিখার চেস্টা করতে পারেন। মনে রাখবেন এমন কিছু জিনিস নাই যে যা মহান আল্লাহ পারেন না। তিনিই আমাদের একমাত্র সঙ্গি যে আমাদের সব ধরনের চাহিদা পূরণ করতে পারবেন। আমাদের যা চাওয়ার মহান আল্লাহ এর কাছে চাইবো। তিনিই আমাদের রিজিকদাতা এবং পালনকর্তা। ধন্যবাদ সবাইকে। 

3 Comments on “জেনে নিন মনের আশা পূরণের দোয়া ও আমল কিভাবে করবেন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *