শিরক হলো সব গুনাহ থেকে সবথেকে বড় গুনাহ। মহান আল্লাহ যেকোনো গুনাহ এতো সহজে মাফ করলেও এই গুনাহ থেকে সহজে ক্ষমা করেন না। আজকের এই কন্টেন্ট এ আমরা শিরক থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করবো। শিরক এর বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে আলোচনা করব। তাই পুরো কন্টেন্ট টি পড়ার অনুরোধ থাকবে।
শিরক কি?
শিরক শব্দের অর্থ হলো অংশীদার করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহ তায়ালার একত্তবাদ এবং তার ক্ষমতার সাথে অন্যকিছুকে তুলনা করা বা তার মতো মনে করা বা তার ক্ষমতার সাথে অংশীদার করাকে শিরক বলে। ইসলামে বর্নিত সব ধরনের গুনাহ এর মধ্যে এই গুনাহ এর শাস্তি অনেক কঠিন এবং ভয়াবহ। এর শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে দেওয়া হয়। তাই আমাদের সকলেই উচিত এইধরনের গুনাহ থেকে বেচে থাকা।

শিরক থেকে বাঁচার উপায় কি?
শিরক থেকে বাচার একমাত্ত্র উপায় হলো মহান আল্লাহ তায়ালার নিকট শয়তান এর কাছ থেকে আশ্রয় চাওয়া। শয়তান আমাদের প্রকাশ্য শত্ত্রু। আমরা যখন গুনাহগার অবস্তায় থাকি বা হতাশায় থাকি তখন শয়তান আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন তইরি করে মহান আল্লায় কে নিয়ে। প্রশ্নগুলো এইরকম, মহান আলাহ এর উথস কি? তাকে সৃস্টি কে করেছে, তার অস্তিত্ত কি? এইরকম জগন্য রকমের প্রশ্ন আমাদের মনে করিয়ে আমাদের পথভ্রস্ট করার জন্য। এইরকম প্রশ্ন যদি আমাদের মনে য়াসে তাহলে আল্লাহ শিখিয়েছেন এটা পড়ান জন্যঃ
راجم أوزب الله ميناش الشيطاني
“আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম”
অর্থঃ বিতারিত শয়তান এর কাছ থেকে মহান আল্লাহ এর কাছে আশ্রয় প্রার্থনা করছি।
যখন আমাদের মনে এইরকম চিন্তা আসবে আমরা সাথে সাথে এই দোয়া পরবো। এবং এটিই খুবই কার্যকরী দোয়া। যখন আমাদের আল্লাহ এর অস্তিত্ত নিয়ে কল্পনা আসবে সাথে সাথে এটা পড়তে হবে এবং যতো দ্রুত সম্ভব এইরকম কল্পনা থেকে বের হয়ে আসব। একটা বিষয় মনে রাকাহ উচিত যখন আমরা রব এর কাছ থেকে দূরে সরে যাই তখন শয়তান আমাদের কে সহজে পথভ্রস্ট করতে পারে। তাই আমাদের উচিত নিয়মিত সালাত আদায় করা এবং পবিত্ত থাকা।
আরোও পড়ুনঃ ১১০ টি কবিরা গুনাহের তালিকা কি কি এবং এর থেকে বাচার উপায় কি?
শিরক থেকে বাঁচার ৭ টি উপায়
আমরা সকলিএ ইতিমধ্যে জেনেছি যে শিরক অনেক জগন্য গুনাহ। কেও যদি শিরক করে মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় এমনকি কিয়ামতের মাঠে সুপারিশ পাবেনা। তাই আমাদের থেকে বেচে থাকা জরুরি। চলুন যেনে নেওয়া যাক ৮ টি শিরক থেকে বাঁচার উপায়ঃ
১ঃ সব সময় পবিত্ত থাকার চেস্টা করা।
২ঃ মহান আল্লাহ এর নিয়মকানুন মেনে চলা।
৩ঃ প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করা।
৪ঃ মহান আল্লাহ এর সাথে কাওকে শরিক না করা।
৫ঃ মনের মধ্যে কুফরি চিন্তার মতো কিছু আসলে সাথে সাথে এই কল্পনা থেকে বের হওয়া এবং মহান আল্লাহ এর কাছে শয়তান এর থেকে আশ্রয় প্রার্থনা করা।
৬ঃ সব সময় মহান আল্লাহর আনুগত্য মেনে চলা।
৭ঃ কোরআন এবং হাদিস মোতাবেক জীবন পরিচালনা করা ।
আরোও পড়ুনঃ জেনে নিন ৯টি কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া
উপসংহার
পরিশেষে বলা যায় যে শিরক থেকে বেচে থাকা প্রত্যেক মুমিন্দের জন্য অনেক জরুরি। কারন মহান আল্লাহ তায়ালা অন্য গুনাহ ক্কখমা করলেও এই গুনাহ ক্ষমা করেন না। আমরা শিরক থেকে বাঁচার উপায় নিয়ে উপরে আলোচনা করেছি। কেও মহান আল্লাহ এর সাথে শিরক করলে সাথে সাথে তার ঈমান নস্ট হয়ে যায়। আর কেও শিরক নিয়ে মারা গেলে মহান আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করেন। তাই আমরা সকলেই সতর্ক থাকবো।