জেনে নিন ৯টি কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া

কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া

অনেক ধরনের কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া রয়েছে আমাদের সকলেরই কোনোনা কোনোভাবেই বিপদ এর সম্মুখিন হতে হয়। মাঝে মাঝে আমরা এমন বিপদ এ পড়ি যা থেকে আমাদের এখান থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে পড়ে। তখন মহান আল্লাহ এর সাহায্য ছাড়া আমরা অসহায়। এই দোয়াগুলো পাঠ করলে আমরা উক্ত বিপদ থেকে রক্ষা পেতে পারি। নিচে আমরা কঠিন বিপদ থেকে মুক্তির জন্য ৫টি দোয়া নিয়ে আলোচনা করবো। তাই মনযোগ দিয়ে ব্লগটি পড়ার জন্য অনুরোধ রইলো। 

৯টি কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া 

বিপদ থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়। বিভিন্ন ধরনের কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া রয়েছে যা আল্লাহ এবং তার রাসুল (সঃ) শিখিয়েছেন। এই দোয়াগুলো পাঠের মাধ্যমে আমরা এসব বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি। চলুন জেনে নেওয়া যাক ৯টি দোয়াঃ

১ঃ সুরা ফাতিহাঃ 

আমরা সকলেই এই সুরার সাথে পরিচিত। এটি পবিত্ত কোরআন মাজিদ এর প্রথম সুরা। এই সুরাতে মহান আল্লাহর গুনগান গাওয়া হয়েছে। এই সুরার ফজিলত ও অনেক।  এই সুরা পাঠের মাধ্যমে যেকোনো রুগিকে মহান আল্লাহ তায়ালার রহমতে সুস্থ করে তোলা যায়। আপনি যদি কোনো কঠিন বিপদের পরেন তাহলে বেশি বেশি করে এই সুরা পাঠ করবেন। ইনসাআল্লাহ মহান আল্লায় আপনাকে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পথ খুলে দিবেন। 

২ঃ হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিলঃ 

এটি অনেক গুরুত্তপুর্ন তাসবিহ। এর আরবি উচ্চারণ হলোঃ 

حاسبون الله ونيمال وكيل

 অর্থঃ আমার জন্য আল্লাহ যথেস্ট

আরোও পড়ুনঃ হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল তাসবিহ এর পাচটি গুরুত্বপূর্ণ ফজিলত

কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া এর মধ্যে এটি পাঠ করা অনেক ভালো। নিজের মনের আশা পূরণ করার জন্য এই তাসবিহ পাঠ করা হয়।  আর তাছাড়া আপনি যদি কোনো কঠিন বিপদে পড়েন তাহলে আপনি এই দোয়া বেশি বেশি পাঠ করবেন। জানা যায় যে এই দোয়া হযরত ইব্রাহিম (আঃ) এবং হযরত মুহাম্মদ (সঃ) তারা তাদের কঠিন বিপদ এর সময় পাঠ করেছিলেন। তাই আপনি  যদি কোনো বিপদে পড়েন তাইলে এই দোয়া পড়তে পারেন। 

৩ঃ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুম মিনায যোয়ালিমিনঃ 

কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া  গুলোর মধ্যে এই দোয়াটা অন্যতম। এই দোয়াটির আরবি উচ্চারণ হলোঃ

 لا إلها إلى أنت سبحانك إني كنتم منذ يوليمن

অর্থঃ হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি তুমার পবিত্ততা বর্ননা করছি এবং আমি জালিমের অন্তরভুক্ত। 

আপনি কোনো কঠিন বিপদে পড়লে এই দোয়াটি খুব মনযোগ সহকারে অন্তত ১০০বার পড়ার চেস্টা করবেন এবং মহান আল্লাহ এর কাছে দোয়া করবেন। হয়তো আল্লাহ আপনাকে এই দোয়ার মাধ্যমে বিপদ থেকে রহম করবেন।  

৪। লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহীল আলিউল আযীমঃ 

এই দোয়াটি শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষভাবে অনেক অপরিহার্য। আর আমাদের সব ধরনের বিপদ এর একাংশ আসে শয়তানের প্ররোচনা থেকে। শয়তান আমাদের ধোকা দিয়ে বিপদে ফেলে এবং আমরা বিপদে পড়ে যাই। মাঝে মাঝে আমরা এমন কঠিন বিপদে পড়ে যাই যা আমাদের কল্পনার বাহিরে। তখন আমাদের এই দোয়া টি বেশি বেশি পাঠ করা উচিত। এটার আরবি উচ্চারন হলোঃ 

لا حول ولا إلا بالله علي العظيم

অর্থঃ মহান আল্লাহ তায়ালার সাহায্য ছাড়া আমার আর কোনো উপায় এবং পথ নেই। 

আপনি যদি কঠিন বিপদে পড়েন তাহলে এই দোয়া পাঠ করেন এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। নিশ্চয় মহান আল্লাহ তায়ালা আপনাকে রহম করবেন। আর তাছাড়া এই দোয়া পরিক্ষিত। 

কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া

৫ঃ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা ইয়া আস্তাগিচঃ 

এটিও অনেক ভালো একটি দোয়া বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। মহান আল্লাহ তায়ালার গুনবাচক নাম রয়েছে যা ধরে ডাকলে তিনি খুশি হন। এই দোয়ার মধ্যে তার ২টি গুনবাচক নাম রয়েছে। এই গুনবাচক নামগুলোর মাধ্যমে মহান আল্লহর একত্তবাদ প্রকাশ করা হয়। এই দোয়ার আরবি উচ্চারণ হলোঃ 

يا حي يا قيوم برماتيكا يا أستاجيش

অর্থঃ হে চিরজীবি ,হে চিরস্থায়ি, আপনার রহমতের মাধ্যমে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। 

৬ঃ সুরা ইখলাসঃ 

কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া  এর মধ্যে  অন্যতম একটি উপায় হলো সুরা ইখলাস পাঠ করা। এটি কোরান মাজিদের ছোট সূরা। এই সুরা পাঠ করার মাধ্যমে মহান আল্লাহর কাছে সাহায্য পাওয়া যায়।  আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে খুব ভালোভাবে এই সূরাটি পরেন। আপনি যতবার ইচ্ছা ততোবার পড়তে পারবেন। তবে অন্তত ১০০ বার এই সুরা পড়ার চেস্টা করবেন। হয়তো মহান আল্লাহ তায়ালা আপনাকে মুক্ত করতে পারবেন। 

৭ঃ আয়াতুল কুরসি পাঠ করাঃ 

আমরা সকলেই আয়াতুল কুরসির সাথে পরিচিত। এটি সুরা বাকারার নম্বর আয়াত। এই আয়াতের মুযেযা অনেক। এটি বেশি বেশি পড়লে মহান আল্লাহ তার বান্দাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। বিশেষ করে জিন এবং শয়তান থেকে আশ্রয় লাভ এর জন্য এই দোয়াটি অনেক বেশি পরিক্ষিত। মহান আল্লাহ তায়ালার কাছে এই দোয়া পাঠ অনেক প্রিয়। এই দোয়ার ফজিলত অনেক এবং পরিক্ষিত আমল। আপনি যদি কঠিন বিপদ এ পড়েন তাহলে এই আয়াতটি আপনি খুব নম্রভাবে বা মনে মনে পড়তে পারেন। ইনসাআল্লাহ মহান আল্লাহ আপনাকে এই দোয়ার বরকতে যেকোনো বিপদ থেকে রক্ষা করবেন। 

৮ঃ সুরা নাস এবং সুরা ফালাক পাঠ করাঃ

এই দুটি সুরা কোরআন এর সর্বশেষ সুরা। এই দুটু সুরা কটিন বিপদে সময় অনেক উপকারি। আপনারা হয়তো জানেন যে মহানবী (সঃ) এর উপর কালো জাদু করা হয়েছিলো এবং তিনি এই কালো জাদুর কারণে অনেক কস্ট পেতেন এবং অসুস্থ থাকতেন। তখন আল্লাহ তায়ালা তাকে সুরা ফালাক এবং নাস পড়ার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি কালো জাদু থেকে মুক্তি পেয়েছিলেন। তাই আপনি ও যদি কোনো বিপদে পড়েন তাহলে এই সুরা পড়ে মহান আল্লাহ এর কাছে প্রার্থনা করতে পারেন।  

আরোও পড়ুনঃ আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এর অর্থ কি এবং এটি পড়ার কয়েকটি নিয়ম

৯ঃ বেশি বেশি ইস্তিগফার পড়াঃ 

কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া এর মধ্যে ইস্তিগফার অনেক ভালো কাজ করে। ইস্তিগফার মানেই হলো মহান আল্লাহ এর কাছে গুনাহ থেকে ক্ষমা চাওয়া। ইস্তিগফার বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর আমরা সকলেই জানি আমাদের গুনাহ এর কারনে আমাদের উপর বিপদ পতিত হয়। আমরা যদি এই গুনাহ থেকে মহান আল্লাহ এর কাছে ক্ষমা পাওয়ার প্রার্থনা করি তাহলে মহান আল্লাহ আমাদেরকে অবশ্যই বিপদ থেকে রক্ষা করবেন। তাই যদি আপনি আপনার কটিন বিপদ এর সময় বেশি বেশি ইস্তিগফার পড়েন মহান আল্লাহ আপনাকে বিপদ থেকে কাটিয়ে উটার জন্য সাহায্য করবেন। 

কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া

কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া কিভাবে করবো?

কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া এর জন্য নির্দিস্ট কোন নিয়ম নেই।  আমরা সকলেই জানি বিপদ আমাদের সঙ্গের সাথী। মহান আল্লাহ তায়ালার আদেশ অমান্য করার কারনে আমরা বিভিন্ন ধরনের বিপদে পতিত হই। সেটা হয়তো আমাদ্র ভুলের কারনে অথবা শয়তানের ধোকায় পড়ে। মাঝে মাঝে আমরা এমন বিপদ এ পড়ি যা আমাদের জন্য বের হওয়া কঠিন হয়ে পড়ে। তখন আল্লাহ ছাড়া আর কেও থাকেনা। এই ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক দোয়া এবং আমল রয়েছে যা আমরা উপরে আলোচনা করেছি। এই দোয়াগুলো করার জন্য আমাদের বিশেষ কোনো নিয়ম মানা লাগেনা। কারন আমরা যেকোনো অবস্তাতেই মহান এর কাছে সাহায্য প্রার্থনা করতে পারি। আপনি উপরের দোয়া এবং আমল গুলা শিখে রাখতে পারেন। এবং যখন কোনো কঠিন বিপদে পড়বেন তখন একনিস্ট ভাবে আমল গুলো করতে থাকবেন। ইনসাল্লাহ মহান আল্লাহ এর সাহায্য পাবেন কঠিন বিপদের সময়। 

উপসংহার

কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে তা আমাদের জন্য মঙ্গলজনক। আমরা বিপদে পড়বো তা কিন্তু নিশ্চিত। কিন্তু বিপদ কে মোকাবেলা করাই আমাদের মুখ্য বিষয়। কঠিন বিপদ থেকে মুক্তির জন্য আমরা সব সময় মহান আল্লাহর কাছে প্রার্থনা করবো। বিপদে হতাশ না হয়ে আমরা সকলেই বিপদ থেকে বের হওয়ার চেষ্টা করবো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করবো। 

One Comment on “জেনে নিন ৯টি কঠিন বিপদ থেকে মুক্তির দোয়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *