রাব্বি জিদনি ইলমা পড়লে কি হয় এবং পড়ার নিয়ম কি?

রাব্বি জিদনি ইলমা

রাব্বি জিদনি ইলমা,এটি একটি আরবি শব্দ যা পরলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আমাদের জন্য মহান আল্লাহ তায়ালা এবং তার রাসূল (সঃ) বিভিন্ন ধরনের দোয়া এবং জিকির শিখিয়েছেন যা পাঠ করার মাধ্যমে আমরা আমাদের নির্দিস্ট এবং কাঙ্খিত ফলাফল পেতে পারি। একেকটা কাজের জন্য রাসুল (সঃ) একেকরকম দোয়া শিখিয়েছেন। ঠিক তেমনি আমরা আমাদের গয়ান বাড়ানোর জন্য এই দোয়া শিখিয়েছেন যা নবী (সঃ) নিজে পাঠ করেছেন এবং তার সাহাবিদের কে পাঠ করার জন্য উতসাহী করেছেন। চলুন জেনে নেই এই দোয়া নিচে বর্ণিত কিছু প্রমান। 

রাব্বি জিদনি ইলমা

রাব্বি জিদনি ইলমা এর অর্থ কি 

এই তাসবিহ টি আমাদের স্মৃতিশক্তি বাড়াতে অনেক সহায়তা করে। এটি নিয়ে কোরআনের আয়াত রয়েছে যেটি রাসূল (সঃ) কে পড়ানোর নির্দেশ দিয়েচিলেন। যঝন মহানবী (সঃ) এর উপর অহী নাযিল হতো তখন তিনি বেশি বেশি পড়তেন যাতে করে তিনি ভুলে না যান। তিনি একটা আয়াত বার বার পড়তেন মূখস্থ করার জন্য যার জন্য তার কস্ট হতো । তখন মহান আল্লাহ তায়ালা একটি আয়াত নিযিল করেছিলেন যেটি হলোঃ 

المالك الحقيقي هو الله. لا تسرع في قبول القرآن قبل أن يكتمل وحي الله عليك ، وقل يا ربي! زيادة معرفتي

উচ্চারণঃ ফাতায়ালা আল্লাল্লাহ আলমালিক আলহাক্ব ওয়ালা তায়জাল বিয়ালকুরান মিন ক্বাবল আন ইউকদা ইলাইক ওয়াহিউহ ওয়াকুল আরবিবি জিদনি ইলমান। 

অর্থঃ প্রকৃত মালিক আল্লাহ। আপনার প্রতি আল্লাহর প্রত্যাদেশ সম্পূর্ণ হওয়ার পূর্বে কুরআন গ্রহণে তাড়াহুড়ো করবেন না এবং বলুন, “হে আমার প্রভু! আমার জ্ঞান বৃদ্ধি করুন। 

                                                                                      ( সূরা ত্বাহা, আয়াত নম্বরঃ ১১৪) 

الحاخام زيدني إيلما

উচ্চারণঃ রাব্বি জিদনি ইলমা

আরোও পড়ুনঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর ৪টি গুরুত্বপূর্ণ ফজিলত

অর্থঃ হে আমার রব ,আমার জ্ঞান বৃদ্ধি করুন

রাব্বি জিদনি ইলমা আরো কিছু কথা

আমাদের সমাজে অনেক ছাএছাত্রি রয়েছেন যারা সারাদিন পড়ার পর ও কোনো কিছুই মনে থাকেনা। যার কারনে তারা তাদের কাঙ্গিজ]কিত ফলাফল অর্জন করতে পারেনা। সমাজে আরো অনেক ভাইবোন রয়েছেন যারা যেকোনো কিছু সহজে ভুলে যান পরে তা আর মনে রাখতে পারেননা। স্মৃতিশক্তি আমাদের সবার জীবনে অনেক গি=উরুত্তপূর্ণ একটি অংশ ।আর ভ কমে যাওয়ার কারনে আমরা বিভিন্ন সময়ে ঝামেলায় পরে যায়। তাই আমরা সবাই চাই আমাদের স্মৃতিশক্তি  বাড়ুক । এই স্মৃতিশক্তি  বাড়ানোর জন্য আমরা মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং নামাজ আদায় করতে হবে। এবং আমরা সবাই বেশি বেশি এই দোয়া বেশি বেশি পাঠ করবো তাহলে আমাদের স্মৃতিশক্তি বাড়বে।  

রাব্বি জিদনি ইলমা

রাব্বি জিদনি ইলমা পড়ার নিয়ম

এটি পড়ার নির্দিস্ট কোনো নিয়ম নেই। আপনি যখন ইচ্ছা তখন পড়তে পারবেন। তবে কিছু কিছু সময় রয়েছে যে সময় এ পাঠ করা অনেক ভালো। নিচে রাব্বি জিদনি ইলমা পড়ার কিছু নিয়ম হলোঃ

১। প্রত্যেক ফরয নামাজের পড়ে এই দোয়া ১০০ বার পাঠ করেন।

২। মোনাজাত এর মধ্যে রাব্বি জিদনি ইলমা পাঠ করুন। 

৩। অন্যান্য তাসবিহ এর সাথে এই দোয়া পাঠ করুন।

৪। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ আকবর এর সাথে এই দোয়া পাঠ করতে পারেন।

আরও পড়ুনঃ হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল তাসবিহ এর পাচটি গুরুত্বপূর্ণ ফজিলত

উপসংহার

স্মৃতিশক্তি মহান আল্লাহ তায়ালার একটি গুরুত্তপূর্ণ নিয়ামত। কিন্তু যদি কারো স্মৃতিশক্তি কম থাকে তাহলে সে বিভিন্ন সমস্যায় সম্মূখীন হয়। তাই আপনার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য মহান আল্লাহ তায়ালার কাছে বেশি বেশি প্রার্থনা করুন এর নিয়মিত সালাত আদায় করুন এবং এই দোয়াটি  রাব্বি জিদনি ইলমা বেশি বেশি পড়ুন। ধন্যবাদ সবাইকে। 

2 Comments on “রাব্বি জিদনি ইলমা পড়লে কি হয় এবং পড়ার নিয়ম কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *