“আল্লাহুম্মা আজিরনি মিনান্নার” দোয়াটি অনেক ফজিলতপূর্ন এবং কার্যকরী। এই দোয়াটি অনেক আলেম উলামা পড়ার জন্য পড়ার জন্য উথসাহী করেছেন। জাহান্নাম এর আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য এই আমল টি বেশি বেশি করা হয়। যারা জাহান্নামে পতিত হবে তাদের তাদের কস্ট অনেক বেশি হবে। চলুন জেনে নেই এই দোয়াটি পড়ার নিয়ম।

আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এর অর্থ কি?
আমরা সবাই চাই জাহান্নাম এর শাস্তি থেকে বাচতে। কিন্তু আমরা সহজেই জাহান্নাম এর আগুন থেকে বাচতে পারবোনা যদি মহান আল্লাহ তায়ালা আমাদের কে দয়া না করেন। তাই আমরা এই আগুন থেকে বাচতে হলে মহান আল্লাহর দেয়া নিয়ম কানুন মেনে চলতে হবে এবং বেশি বেশি করে দোয়া করতে হবে। এটি একটি আরবি শব্দ। নিচে তার বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া হলোঃ
اللهم أجيرني مينار
উচ্চারণঃ আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
অর্থঃ হে আল্লাহ আমাকে জাহান্নাম এর আগুন থেকে রহম করুন।
এই দোয়াটি অনেক ভালো দোয়া । আমাদের প্রতিদিন অন্তত সাতবার এটি পড়া উচিত। এই দোয়া টি বেশি বেশি পড়লে এবং নিয়মিত সালাত আদায় করতে পারলে আমরা এই শাস্তি থেকে বাচতে পারবো।
আরোও পড়ুনঃ রাব্বি জিদনি ইলমা পড়লে কি হয় এবং পড়ার নিয়ম কি?
আল্লাহুম্মা আজিরনি মিনান্নার প্রতিদিন কতবার পড়া উচিত এবং এর সম্পর্কে বর্নীত হাদিস।
এটির কোনো ধরা বাধা নিয়ম নেই যে আপনি কতোবার পড়বেন। আপনি যতো খুশি ততবার পড়তে পারবেন। আবার এমন ও নয় যে এটি না পড়লে গুনাহ হবে। আপনি চাইলে ফরজ নামাজের পড়ে পড়তে পারবেন অথবা প্রতিদিন যেকোনো এক সময়ে পড়তে পারবেন। এই দোয়াটি অনেক সহজ এবং উচ্চারন করতে অনেক সুবিধা। আমরা সবাই মহান আল্লাহ তায়ালার কাছে যেতে হবে। তার দেওয়া আদেশ এবং নিষেধ মেনে না চলতে পারি তাহলে মহান আল্লাহ তায়ালা আমাদের শাস্তি দিবেন যা আমাদের কল্পনার বাহিরে। কারণ তিনি একমাএ বিচারপতি এবং আমাদের বিন্দু পরিমাণ গুনাহ এর হিসাব তার কাছে আছে। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার দোয়াটি আমরা অন্তত ১০০ পড়ার চেস্টা করবো এবং সব সময় তার প্রার্থনা করবো। তবে আপনি চাইলে তার থেকে বেশি ও পড়তে পারেন বা কন ও পড়তে পারবেন। এই দোয়া নিয়ে ১টা হাদিস বর্ননা পাওয়া যায়। তা নিম্নরুপঃ
“ যে ব্যাক্তি প্রত্যেক ফরজ নামাজের এর পড়ে এই দোয়াটি পরবে থাকে মহান আল্লাহ তায়ালা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন আবার যে ব্যাক্তি এই দোয়াটি এশার নামাজ এর পড় পড়বে সে যদি ওই রাতে মারা যায় তাহলে মহান আল্লাহ তায়ালা জাহান্নাম এর আগুন থেকে রক্ষা করবেন ”
(আবু দাউদ , হাদিস নম্বর – ৫০৮১)
কেনো আমরা বেশি বেশি আল্লাহুম্মা আজিরনি মিনান্নার পড়বো?
আমরা সকলেই জানি যে মহান আল্লাহ তায়ালা তার পাপি বান্দাদের কে জাহান্নামের আগুনে পোরাবেন। যা অত্যন্ত ভয়ানক এবং অনেক কস্টের। কারন দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুন এক নয়। কারন দুনিয়ার আগুন থেকে জাহান্নাম এর আগুন এর তেজ অনেক বেশি। একটিবার চিন্তা করেন আমরা কেউ ওয়ি দুনিয়ার আগুন সহ্য করতে পারিনা। আমাদের শরীরে সামান্য আগুন এর শিখা লাগলেই আমাদের চামড়া পুড়ে যায়। আপনি যদি তার উদাহারন দেখতে চান তাহলে আপনি যেকোনো হাস্পাতাল এর বার্ন ইউনিট এ পরিদর্শন করতে পারেন। তাহলে আপনি দেখতে পারবেন যে মানুষ আগুনে পোড়ার কারণে কতো কস্ট ভোগ করতেছে। আর জাহান্নাম এর আগুন সম্পর্কে রাসূল (সঃ) বলেন “
জাহান্নাম এর আগুন এবং দুনিয়ার আগুন এক নয়, জাহান্নাম এর আগুনের তেজ দুনিয়ার আগুন এর তেজ এর তুলনায় প্রায় ৭০ গুন বেশি”
আরোও পড়ুনঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর ৪টি গুরুত্বপূর্ণ ফজিলত
তাহলে একবার ভাবুন আপনি যদি দুনিয়ার আগুন সহ্য করতে না পারেন তাহলে জাহান্নাম এর আগুন কিভাবে সহ্য করবেন। কাল কিয়ামতের মাঠে জান্নাতি এবং জাহান্নামিদের কে আলাদা করা হবে। তখন জাহান্নামিদের শাস্তি শুরু হয়ে যাবে এবং ভাবুন তাদের শাস্তি কেমন ভয়াবহ হবে। জাহান্নিমিদের চেহারা তখন কালো হয়ে যাবে এবং তারা সবাই আফসোস করতে থাকবে কিন্তু এই আফসোস তাদের কোনো কাজ এ আসবেনা। তখন মহান আল্লাহ তায়ালা ঘোষনা করবেন জাহান্নিমিদের ধরার জন্য আর জাহান্নামিরা তখন পালানোর জন্য চেস্টা করবে এবং জান্নাতিদের সাথে মিশানোর চেস্টা করবে কিন্তু তাদের চেহারা কালো হওয়ার কারনে ফেরেশতা তাদের কে ধরে ফেলবেন। এইযে জাহান্নামিদের শাস্তি দেওয়া হবে এই শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবোনা। কিন্তু জাহান্নাম থেকে বাচতে হলে আমাদের বেশি বেশি করে নেক আমল করতে হবে। এবং আমরা সবাই বেশি বেশি করে এই দোয়া আল্লাহুম্মা আজিরনি মিনান্নার পড়তে হবে। আমরা সবাই চাই জাহান্নাম এর ভয়াবহ শাস্তি থেকে বাচতে কিন্তু এই শাস্তি থেকে বাচতে হলে আমরা বেশি বেশি এই দোয়া পড়বো।

আল্লাহুম্মা আজিরনি মিনান্নার পড়ার কিছু নিয়মঃ
আল্লাহুম্মা আজিরনি মিনান্নার পড়ার তেমন কোনো নিয়ম নেই। তবে কিছু কিছু আলেম উলামা বলেন যেঃ
১। প্রত্যেক ফরজ নামাজের পড়ে এই দোয়াটি ৭ বার পড়া সুন্নত।
২। সকালে এবং রাতে এই দোয়া পড়া ভালো।
৩। ফরজ নামাজ এবং বিধান ঠিক রেখে যে এই দোয়া ফজর এবং এশার নামাজ এর পর পড়বে তাহলে মহান আল্লাহ তায়ালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন।
৪। কেই যদি ফজরের নামাজের পর এবং এশার নামাজ এর পর ৭ বার করে এই দোয়া পড়ে এবং সে যদি ওই সময়ের দিনে বা রাতে মারা যায় তাহলে আল্লাহ তায়ালা তার জন্য জাহান্নাম এর ৭ টি দরজা বন্ধ করে দেন।
উপসংহারঃ
আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এই দোয়াটি যে কতো গুরুত্তপূর্ণ তা আপনারা উপরের লেখাটি পড়ে বুঝতে পেরেছেন। আমরা সবাই চাই জাহান্নাম এর আগুন থেকে বাচতে এবং এই আগুন থেকে বাচার জন্য আমাদের চেস্টা করতে হবে। তাই আমাদেরকে হালাল হারাম বিবেচনা করে মহান আল্লাহ তায়ালার আদেশ নিষেধ মেনে এবং সবসময় নামাজ আদায় করে এই দোয়া বেশি বেশি পাঠ করবো।
2 Comments on “আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এর অর্থ কি এবং এটি পড়ার কয়েকটি নিয়ম”